সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৭:৪৯

এখন দুই মূর্খ ও মাথা মোটা ভারত চালাচ্ছে : অনুব্রত মণ্ডল

এখন দুই মূর্খ ও মাথা মোটা ভারত চালাচ্ছে : অনুব্রত মণ্ডল

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে মূর্খ ও মাথামোটা বলে ক'টা'ক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। 

সোমবার বীরভূমের সিউড়িতে এনআরসি ও ক্যাব বি'রো'ধী মহামিছিল অনুষ্ঠিত হয় সেখানেই তিনি এ মন্তব্য করেন। মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধায়ক নরেশচন্দ্র বাউরী সিউড়ির বিধায়ক অশোক চট্টোপাধ্যায় এবং সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা সহ দলের হাজারও কর্মী-সমর্থক।

জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ভারতবর্ষে নরেন্দ্র মোদির আগে বহু প্রধানমন্ত্রী এসেছেন জহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী থেকে বিজেপির অটল বিহারি বাজপেয়ি, কিন্তু তারা কেউ এনআরসি ও ক্যাব এর মত কানুন দেশে নিয়ে আসেননি। তাদেরও যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল। আর ভারতবর্ষে এখন দুজন মূর্খ এবং মাথামোটা আছে।

তিনি বলেন, এদের মাথায় কি আছে আমি জানিনা। তবে আমার মনে হয় গোবর আছে। যে মাথার কোন বুদ্ধি নাই সে মাথার কোন দাম নাই সে মাথা দিয়ে কোন ভাল কাজ হয়না। বাংলার মানুষ গর্জে উঠেছে। বাংলার মানুষ স্বাধীনতা এনেছে। বিজেপি এই কানুন চালু করতে দেবো না আমরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে