আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এক ছাত্রীর প্রবেশ নি'ষে'ধ করা হয়। ছাত্রী হিজাব পরে সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন এবং তা খুলতে অ'স্বী'কার করেন। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সমাবর্তনে সার্টিফিকেট ও স্বর্ণপদক গ্রহণ করার জন্য সেই মুসলিম ছাত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু নি'রাপ'ত্তার'ক্ষীরা তাকে হিজাব খুলে ফেলতে নি'র্দে'শ দেন। ছাত্রী রাজি হননি। এরপর তিনি যখন প্রেক্ষগৃহে বসেছিলেন তার বন্ধুদের সঙ্গে, নি'রাপ'ত্তার'ক্ষীরা তাকে বাইরে চলে যেতে বলেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলে যাওয়ার পর বাকি পড়ুয়াদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছিল তাদের সার্টিফিকেট। সেই ছাত্রী সার্টিফিকেট টুকু গ্রহণ করলেও স্বর্ণপদক গ্রহণ করতে অ'স্বী'কার করেন। তার মতে, তাকে অকারণে প্রকাশ্যে অ'পমা'ন করা হয়েছে। আর সেই কারণেই তিনি স্বর্ণপদক গ্রহণ করবেন না। সূত্র : ইন্ডিয়া টুডে