সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২:২৬

ঝাড়খণ্ড নির্বাচনে পরাজয় : হিন্দুত্ববাদই কাল হল বিজেপির?

ঝাড়খণ্ড নির্বাচনে পরাজয় : হিন্দুত্ববাদই কাল হল বিজেপির?

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সালে মোদি সরকার ক্ষ'মতায় আসার পর থেকেই হিন্দুত্ববাদ নতুন করে জেগে ওঠেছে গোটা ভারতে। গো'রক্ষ'কদের হাতে সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে মৃ'ত্যুর ঘটনা ঘটেছে। 

গো'রক্ষ'কদের হাতে গ'ণপি'টু'নিতে কমপক্ষে ২২ জনের মৃ'ত্যু হয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ডে। সারা ভারতে জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ, ভারতীয় সংস্কৃতি নিয়ে যখন হইহই করেছেন মোমি-অমিত শাহরা তখন সেই ভিড়ে হা'রিয়ে গেছে ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়। 

ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের যে একটি নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটা ভুলেই গিয়েছিলেন অমিত শাহরা। এতে নিজেদের উপেক্ষিতই মনে করেছিল আদিবাসীরা। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় কংগ্রেস-জেএমএম জোটেই ভরসা রেখেছেন তারা। 

আদিবাসীরা ফিরিয়ে দিল বিজেপিকে। হি'ন্দু'ত্ববা'দের জি'গির ধো'পে টিকল না ঝা'ড়খ'ণ্ডে। আদিবাসীরা অমিত শাহদের বুঝিয়ে দিয়েছে তাদের স'ম'স্যাটাই আসল। হিন্দুত্ববাদ পরে।

এর আগে লোকসভা ভোটে দেশাত্মবোধ আর হিন্দুত্ববাদকে আশ্রয় করেই জয় পেয়েছে বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে যে সেই জাতীয়তাবাদ আর ধর্মের রাজনীতি খুব একটা গুরুত্ব পায় না সেটা বুঝতে পারেননি অমিত শাহরা। 

তাই ভোটের প্রচারে গিয়ে একের পর এক হিন্দুত্ববাদ নিয়ে হু'ঙ্কা'র দিয়েছেন তিনি। অযোধ্যা গগনচুম্বি রামমন্দির নির্মাণ থেকে শুরু করে এনআরসি, নাগরিকত্ব আইন নিয়ে গলা ফা'টিয়েছেন অমিত শাহরা। তার ফল এখন বুঝতে পারছেন মোদি-অমিত শাহ। সূত্র: ওয়ার ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে