সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১১:২২:১৯

চীনের নি'র্যাতিত মুসলিমদের নিয়েও একটু ভাবুন: ইমরান খানকে আফ্রিদি

চীনের নি'র্যাতিত মুসলিমদের নিয়েও একটু ভাবুন: ইমরান খানকে আফ্রিদি

আন্তর্জতিক ডেস্ক : চীনের উইঘুর নি'র্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবল মেসুত ওজিল। এবং তিনি মুসলিম বিশ্বকে চীনের উইঘুরদের পাশেও দাঁড়াতে বলেন।

এবার চীনের নি'র্যাতিত উইঘুর মুসলমানদের নি'র্যাতনের বি'রুদ্ধে প্র'তিবাদ জানাতে ইমরান খানকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। গতকাল রোববার (২২ ডিসেম্বর) এক টুইটার বার্তায় এ আহ্বান জানান তিনি।

ইমরান খানকে উদ্দেশ্য করে দেয়া টুইটে তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনি তো মুসলিম উম্মাহকে এক করার কথা বলেন। এবার একটু উইঘুর মুসলিমদের নিয়ে নিয়েও চিন্তা করুন।’

চীন কর্তৃপক্ষকে নি'র্যাতন বন্ধের আহ্বান জানিয়ে আফ্রিদি লিখেন, ‘চীন কর্তৃপক্ষের কাছেও আবেদন, আল্লাহর ওয়াস্তে আপনাদের দেশে মুসলিমদের সাথে এই বৈষ'ম্যমূলক আচরণ বন্ধ করুন।’

উল্লেখ্য, বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো বলছে, উইঘুরে মুসলিম সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে কোনো বিচার ছাড়াই কড়া নিরাপত্তায় বিশেষ ক্যাম্পে আটকে রেখেছে চীন। এমন সব অভিযোগের উত্তরে চীন অবশ্য সব সময়ই বলেছে, উইঘুর মুসলিমরা যেন জ'ঙ্গি ক্রি'য়াকলাপে না জড়ায়, সে লক্ষ্যে তাদের বিশেষ প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষিত করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে