মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪:৫৭

এবার মোদি বিরোধী বি'ক্ষোভে ফুঁ'সে উঠল দক্ষিণ ভারত!

এবার মোদি বিরোধী বি'ক্ষোভে ফুঁ'সে উঠল দক্ষিণ ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : এবার মোদি বিরোধী বি'ক্ষোভে ফুঁ'সে উঠল দক্ষিণ ভারত! বি'তর্কি'ত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে এবার বি'ক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ ভারতেও। সোমবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ের রাজপথে বিশাল বি'ক্ষোভ মিছিল করেন আইন বিরোধীরা। ভারতের গণমাধ্যম জানায়, ডিএমকের ডাকা প্র'তিবাদ মিছিলে কংগ্রেস-সিপিএমসহ অধিকাংশ বিরোধী দলের নেতারা অংশগ্রহণ করেন। একইদিন বেঙ্গালুরুতেও বিশাল মিছিল হয়েছে।

বি'তর্কিত নাগরিকত্ব আইনের প্র'তিবাদে সোমবার প্র'তিবাদ মিছিলের ঘোষণা আগেই করেছিল ডিএমকে। মিছিল শুরু হতেই রাস্তায় ঢ'ল নামে জনতার। ডিএমকে প্রধান এম কে স্টালিন ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, সিপিএম রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণন, বিদুথালাই চিরুথাইগল কাটচি (ভিসিকে) সুপ্রিমো থোল তুরিমাভালভনের মতো নেতারা।

সকালে থেকেই শহরের এগমোরে জমায়েত হন সব দলের সমর্থকরা। সেখান থেকে মিছিল করে শেষ হয় রাজারথিনাম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই জনসভায় বক্তব্য দেন মিছিলে অংশ নেয়া দলের নেতা-নেত্রীরা। মিছিল ঘিরে অ'শান্তির আ'শঙ্কায় ব্যাপক প্রস্ততি নিয়েছিল পুলিশ। ড্রোন ক্যামেরা, দাঙ্গা-রোধী গাড়ি, সুইফট অ্যাকশন গ্রুপের জওয়ানদেরও মোতায়েন করা হয়েছিল সেখানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে