মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৯:৪৯

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা। তিনি আগামী ২৯ জানুয়ারি বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় গোখলের স্থলাভিষিক্ত হবেন। 

ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটির তরফে তার নিয়োগে ছাড়পত্র দেয়া হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮ জানুয়ারি ২০২০ সালে শ্রী বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষের পর, পরবর্তী পররাষ্ট্র সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৪ ব্যাচের এই কূটনীতিকের জন্ম দার্জিলিংয়ে। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব নিয়ে এসেছিলেন। ১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। 

বাংলাদেশ ও থাইল্যান্ডের হাই কমিশনার পদে কাজ করেছেন তিনি। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইসরাইল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে