পাকিস্তানে মুসলিম সেজে ৭ বছর ছিলেন নিরাপত্তা উপদেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আসীন হওয়ার পর থেকেই নানা সময়ে তার সম্পর্কে উঠে এসেছে নানা গল্প৷ ভারতীয় গুপ্তচর হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছদ্মবেশে কাটাতে হয়েছে তাকে৷
এমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ জানালেন ভারতের গুপ্তচর হিসাবে সাত বছর পাকিস্তানি মুসলিম সেজে লাহোরে কাটিয়েছিলেন অজিত৷
২০০৫ সালে আইবি’র ডিরেক্টর পদ থেকে অবসর নেন কেরালা ক্যাডারের এই আইপিএস অফিসার৷ গোয়েন্দা ব্যুরোর সদস্য হিসাবে একাধিক অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে৷ ভারতের জেমস বন্ড হিসাবেই পরিচিত তিনি৷ এই মুহূর্তে পাকিস্তান থেকে মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোপন মিশনের প্রস্তুতি নিয়েছেন৷
এদিন সাংবাদিকদের সঙ্গে তার লাহোরে থাকার একটা ছোট্ট অভিজ্ঞতার ভাগ করে নেন দোভাল৷ তিনি বলেন, লাহোরে যে অঞ্চলে তিনি থাকতেন, সেখানে একটি মাজার ছিল৷ একদিন তিনি মাজারে প্রার্থনা সেরে বেরচ্ছেন, এমন সময় এক বৃদ্ধ তাকে ডাক দেয়৷ ওই বৃদ্ধের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়৷ সাদা লম্বা দাঁড়ি তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল৷ সামনে যেতেই তিনি প্রশ্ন করেন, তুমি কি হিন্দু? দোভাল সঙ্গে সঙ্গে বলেন না৷
এর পরই দোভালকে তার সঙ্গে যেতে বলেন ওই বৃদ্ধ৷ বেশ কয়েকটি গলি পেরিয়ে একটি ছোট্ট ঘরে তাকে নিয়ে যান বৃদ্ধটি৷ ঘরের দরজা বন্ধ করে ফের তাকে জিজ্ঞেস করেন, তুমি কি হিন্দু? দোভাল তখনও নিজের অবস্থানেই অনঢ়৷ এর পর ওই বৃদ্ধ বলেন, দেখো আমি জানি তুমি হিন্দু৷ কারণ তোমার কান বেঁধানো রয়েছে৷ আসলে আমিও হিন্দু৷
আলমারি খুলে শিব দুর্গার একটি ছোট মূর্তিও দেখান তিনি৷ বলেন, আমি এদের পুজা করি৷ পাকিস্তানের লোকেরা আমার গোটা পরিবারকে মেরে ফেলেছে৷ এখন বেশ বদলে রয়েছি আমি৷ সকলে সম্মানও করে৷ তবে তুমি এভাবে থেকো না৷ ধরা পড়ে যাবে৷ কানে সার্জারি করিয়ে নাও৷ যদিও সেই সার্জারি এখনও করাননি দোভাল৷
২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস