আন্তর্জতিক ডেস্ক : মোদি সরকারের নতুন নাগরিকত্ব আইন নিয়ে দেশজু'ড়ে প্র'তিবাদের মধ্যেই ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যটির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এই ভোটে পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডেও কুরসি হারাল ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।
সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মোদি সরকারের প'তনের কারণ হিসেবে বলেন, “বিজেপি সরকারের অধীনে ব্যাপক দু'র্ভোগের শি'কার হয়ে জনগণ ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোটকে নির্বাচিত করেছে। আর ঝাড়খন্ডে এনআরসির কারণেই ক্ষমতা হা'রায় বিজেপি”
তিনি আরও বলেন, “বিজেপির প্রণয়ন করা আইনের কারণে মানুষ মা'রা যাচ্ছে। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করার সিদ্ধান্তের কারণে কেবল মুসলমানরা নয়, সাধারণ ভারতীয়রাও আ'ক্রান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।”
এর আগে মহারাষ্ট্রেও ক্ষমতা হা'রিয়েছেন এই সরকার। এক বছর আগেও বিজেপি ৭০ শতাংশের বেশি রাজ্যে ক্ষমতায় ছিল। এক বছরের মধ্যেই তা নেমে এসেছে ৪০ শতাংশে। অর্থাৎ ৬০ শতাংশের বেশি রাজ্য এখন অ-বিজেপি দলদগুলির হাতে। এবার ঝাড়খণ্ডে হা'রের পর এক বছরের মধ্যে পাঁচটি রাজ্যে ক্ষমতা হা'রাল বিজেপি।