মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৪:৪০

বিয়ের আসর থেকে বি'ক্ষোভে বর-কনে!

বিয়ের আসর থেকে বি'ক্ষোভে বর-কনে!

আন্তর্জতিক ডেস্ক : ভারতের নয়া নাগরিকত্ব আইন নিয়ে বি'ক্ষোভে উ'ত্তাল হয়ে পড়েছে বেশ কয়েকটি রাজ্য। এই  বি'ক্ষোভ ভ'য়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে চলমান গণবি'ক্ষোভে যুক্ত হয়েছে অ'ভিনব প্রতি'বাদ। অবস্থা এতটাই ভ'য়াবহ যে বিয়ের আসর থেকেও বি'ক্ষোভ ও প্র'তিবাদ জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে বিয়ের আসরে জানানো সেসব প্র'তিবাদের ছবি। সেই ছবি ভাই'রাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগরিক পঞ্জি এবার ঢুকে পড়ল বিয়ের আসরেও। কেরালার বেশ কিছু দম্পতি তাঁদের বিয়ের অনুষ্ঠানে এনআরসি এবং সিএএ-বিরোধী পোস্টার ব্যবহার করে অ'ভিনব প্র'তিবাদ জানিয়েছেন। 

ভারত জুড়েই এখন সিএএ এবং এনআরসি নিয়ে বি'ক্ষোভ চলছে। মেঙ্গালুরু, উত্তরপ্রদেশে পুলিশের গু'লিতে বি'ক্ষোভকারীদের মৃ'ত্যু হয়েছে। দেশের বহু অঞ্চলে সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। ১৪৪ ধারা জারি করে আট'কানো হচ্ছে প্র'তিবাদীদের। তবে পশ্চিমবঙ্গ, কেরালার মতো কিছু রাজ্যে স্বতঃস্ফূর্তভাবেই বি'ক্ষোভ দেখাতে পারছেন আ'ন্দোলনকারীরা। কারণ সেখানকার সরকারও কেন্দ্রীয় সরকারের বি'রুদ্ধে আ'ন্দোলন করছে।

প্রতিবাদসূচক ওই সব ছবিতে দেখা গেছে, একাধিক বিয়ের আসরের বর-কনেরা আইনটির বি'রুদ্ধে প্র'তিবাদ জানিয়েছে। এছাড়াও বি'ক্ষোভ জানাতে বিয়ের সাজেই বর-কনেদের রাস্তায়ও নেমে আসতে দেখা গেছে। শুধু তাই নয় বিবাহপূর্ব ফটোগ্রাফিতেও দেখা গেছে সিএএ ও এনআরসি নিয়ে প্র'তিবাদ। 

এদিকে, দুই নবদম্পতিকে দেখা গেছে, বিয়ের সাজে বি'ক্ষোভে অংশ নিয়ে সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন। এই আইনকে ধর্মীয় বৈ'ষম্যমূলক বলে অভিহিত করেছেন তারা। এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইনের বাতিলে বর-কনে ও হবু দম্পতির এভাবে প্র'তিবাদের বিষয়টি নেটিজেনরা প্রশংসা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে