মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৮:০৭

এনআরসি-সিএএ বিরো'ধীদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশি বাধায় রাহুল ও প্রিয়াংকা গান্ধী

এনআরসি-সিএএ বিরো'ধীদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশি বাধায় রাহুল ও প্রিয়াংকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি) বিরো'ধী আন্দো'লনে নেমে এখনও পর্যন্ত ছয় জনের মৃ'ত্যু হয়েছে মেরঠে। তাদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতেই আজ মঙ্গলবার সকালে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া আর হলনা।

এনআরসি-সিএএ বিরো'ধী আন্দোলনে উত্তরপ্রদেশের মেরঠে মৃ'তদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তারা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতা ইমরান মাসুদ। তিনিই শেষে মৃ'তদের পরিবারের সঙ্গে ফোনে রাহুল-প্রিয়াঙ্কার কথা বলেন। পুলিশের দাবি ১৪৪ ধারা জা'রি করা হয়েছে মেরঠে। কংগ্রেস নেতারা সেখানে গেলে নতুন করে উত্তে'জনা ছড়াবে।

মেরঠ বাইপাসে তাদের ক'নভ'য় থামিয়ে দেয় পুলিশ-প্রশাসন। এই ঘটনায় ক্ষো'ভ উগরে দিয়ে রাহুল বলেন, ‘আমরা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম এমন কোনও নির্দেশ আছে কি না। কিন্তু, তারা তা দেখাতে পারেনি। শুধু বলে, আপনারা দয়া করে ফিরে যান।’

কোনও রকম আগাম সফরসূচি ঘোষণা না করেই এদিন বিজনোর পরিদর্শনে যান প্রিয়াঙ্গা গান্ধী। সেখানে গিয়ে নিহ'তদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সিএএ বিরো'ধী আন্দো'লনে বিজনোরে ২ জনের মৃ'ত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে সিএএ বিরো'ধী আন্দোলনে উ'ত্তা'ল হয়ে উঠেছে উত্তর প্রদেশ। মৃ'তর পরিবারের লোকেদের দাবি পুলিশের গুলিতেই মৃ'ত্যু হয়েছে তাদের।

এদিকে, উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেরঠে এখনও পর্যন্ত যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যদিও, কংগ্রেসের দাবি, তিন জনের একটি দলকে শহরে ঢুকতে দেওয়ার জন্য তাদের তরফে প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে