মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৯:৫০

মুসলিম সংগঠনের উদ্যোগে ভারতে হিন্দু-মুসলিম গণবিবাহ

মুসলিম সংগঠনের উদ্যোগে ভারতে হিন্দু-মুসলিম গণবিবাহ

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে বরমালা বদল, অন্যদিকে '‌কুবুল হ্যায়'‌- এর শব্দবন্ধ। এভাবেই সম্পন্ন হল ওডিশার গণবিবাহ। দেশের প্রশাসন যখন ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করতে চাইছে। দেশের ভিন্ন ধর্মের মানুষ তখন একে অপরের কাছাকাছি আসছে। 

ভারতের ওড়িশার সম্বলপুরের আল্লাহ হজরত ওয়েলফেয়ার সংস্থা গত তিন বছর ধরে দুঃস্থ মুসলিম পরিবারের মেয়েদের গণবিবাহের আয়োজন করে আসছে। এইবছর সেই অনুষ্ঠানে যোগদান করলো বেশ কিছু গরিব হিন্দু পরিবারও। 

কমিটির সভাপতি আতিফ আলমের মূল উদ্দেশ্য হল, যেসব পরিবার তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না অর্থের অভাবে, তাদের হয়ে এই সংগঠন বিবাহের আয়োজন করবে। পাত্র নিজেরাই পছন্দ করেন মেয়েরা বা তাদের পরিবার। তারপর সংস্থার সঙ্গে যোগাযোগ করলে পরের দায়িত্ব তাদেরই। 

এবার ১৩ জন মুসলিম মেয়ে এবং তিনজন হিন্দু মেয়ের বিয়ে হল। বিয়ের সব আয়োজন, খাওয়া-দাওয়া ছাড়াও নবদম্পতিদের ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, স্টিলের আলমারি, পোশাক, বাসন এবং আসবাবপত্র যৌতুক হিসেবে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। 

মানসী প্রধান, নামে এক হিন্দু নববধূ জানালেন, তার বাবা শয্যাশায়ী। পরিচারিকার কাজ করা মায়ের উপার্জনে কোনওমতে সংসার চলে। একটি মুসলিম সংগঠনের উদ্যোগে নতুন জীবন পেয়ে তিনি কৃতজ্ঞ। ‌সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে