আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের সমর্থনে এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পথে নামল বিজেপি শিবির। শিলিগুড়ির অভিনন্দন যাত্রা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হুঁ'শিয়া'রি দিলেন বিজেপি নেতৃত্ব।
নাগরিকত্ব আইন ইস্যুতে যখন ফুঁ'স'ছে গোটা দেশ। আইনের বিরো'ধিতায় পথে নেমেছেন বিরো'ধীরা। আইনের বিরো'ধিতায় সরব হয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জী। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনন্দন যাত্রার আয়োজন করল বিজেপি।
মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির অভিনন্দন যাত্রায় পা মেলালেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুসহ একাধিক সাংসদ।
নেতা-কর্মীসহ প্রায় ২০ হাজার মানুষকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকা থেকে শুরু হয় মিছিল। শেষ হয় দার্জিলিং মোড়ে। এদিনের মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতার বি'রু'দ্ধে সুর চ'ড়া'ন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
রাহুল সিনহা বলেন, 'মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আর আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশীদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই দেশ ছাড়তে হবে।'
দেবেন্দ্র ফড়নবিস বলেন, এই আইন সকলের জন্য ভাল। কারও কোনও ক্ষ'তি হবে না। সকলে ভুল ভাবছেন। সকলকে ভয় দেখানো হচ্ছে। কারও ভয়ের কোনও কারণ নেই। একই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, সকলকে ইচ্ছাকৃত ভুল বোঝানো হচ্ছে। এদিনের মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে তো'প দা'গেন দিলীপ ঘোষসহ অন্যান্যরাও। প্রসঙ্গত, সোমবার কলকাতায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বিজেপি।