মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৪:৫৪

‘রাহুল-প্রিয়াঙ্কা হলো পেট্রল বো'মা, যেখানেই যান আ'গু'ন জ্বা'লান’

‘রাহুল-প্রিয়াঙ্কা হলো পেট্রল বো'মা, যেখানেই যান আ'গু'ন জ্বা'লান’

আন্তর্জাতিক ডেস্ক : রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে উদ্দে'শ্য করে বি'ত'র্কি'ত মন্তব্য করে বসলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। সাংবাদিকদের সামনে কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে পেট্রল বো'মা বলে বসলেন তিনি। 

পাশাপাশি, সাধারণ মানুষকে এই ধরনের মানুষের থেকে দূরে থাকার পরামর্শও দিলেন। আর এই নিয়েই দেখা দিয়েছে নয়া বি'ত'র্ক। মঙ্গলবার দুপুরে মেরঠ যাওয়ার পথে রাহুল, প্রিয়াঙ্কাকে আ'ট'কায় উত্তরপ্রদেশ পুলিশ। 

গত সপ্তাহে সিএএ-র বি'ক্ষো'ভে মৃ'তদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। কিন্তু মেরঠের সীমানায় আসতেই উত্তরপ্রদেশ পুলিশ তাদের গাড়ি আ'ট'কায়। 

এই প্রসঙ্গেই পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিল ভিজ বলেন, 'রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আসলে পেট্রল বো'মা। ওরা যেখানেই যায়, সেখানেই আ'গু'ন ছ'ড়া'নোর চেষ্টা করেন। দেশবাসীর উচিত এই ধরনের মানুষের থেকে দূ'র'ত্ব বজায় রাখা।'‌

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বি'রো'ধী নেতাদের নিয়ে বি'ত'র্কি'ত মন্তব্য করেছিলেন অনিল ভিজ। বা'লাকো'ট স্ট্রা'ইকের সময় তিনি বলেছিলেন, এরপর পাকিস্তানের স'ন্ত্রা'সবাদী ঘাঁ'টিগু'লোয় আ'ক্র'ম'ণ করার সময়, মহাজোটের নেতাদের মধ্যে কাউকে সেখানে দাঁড় করিয়ে রাখা উচিত। যাতে তারা স'ন্ত্রা'সবাদীদের মৃ'তদে'হগুলো গুণতে পারে। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে