আন্তর্জতিক ডেস্ক : একজন মুসলমান যেমন তাঁর দেশকে ভালবাসে। তেমনি করে মক্কা মদিনাকেও ভালবাসে। মক্কায় অবস্থিত কাবা ঘর যা বরকতময় ও হিদায়েতর জন্য বিশ্ববাসীর উপহার সরূপ। কাবা ঘর নিয়ে কেও ‘বাজে’ মন্তব্য করলে একজন মুমিন কোনদিনই সহ্য করেনা। তারই ধারাবাহিকতায় মক্কাকে নিয়ে বাজে মন্তব্য করায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ওই ওই শ্রমিকের নাম হরিশ বাঙ্গেরা। তিনি সৌদি আরবের একটি গলফ কার্টুন কারখানায় এসি মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
গত ১৯ ডিসেম্বর হরিশ বাঙ্গেরা তার ফেসবুক একাউন্টে পবিত্র মক্কা শরীফ একটি ছবি দিয়ে লিখেছেন, আমার সকল হিন্দু বন্ধুরা, পরবর্তী রাম মন্দির হবে মক্কায়। জয় শ্রী রাম। মোদি আমাদের সঙ্গে আছে। এরপর তার এ পোস্টটি ফেসবুকে ভাই'রাল হয়ে যায়।
এর আগে তিনি সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে নিয়েও বিরূপ মন্তব্য করেন। এমন ঘটনার পর অনেকেই তার গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
এরপর ১৯ ডিসেম্বর আরবের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।