আন্তর্জতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বি'রুদ্ধে বি'ক্ষোভে পুলিশের নি'র্বিচারে গু'লি চালানোয় বিজেপি প্রশাসনকে হুঁ'শিয়ার করে মঙ্গলবার দেওবন্দের এক সমাবেশে একথা বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী।
বক্তব্যে তিনি পুলিশকে হুঁ'শিয়ার করে বলেন, ‘আ'ন্দোলনকারীদের সঙ্গে আপনাদের আচরণ দুঃখজনক। যদি আপনারা মনে করেন– আপনাদের কাছে লা'ঠি আছে, তাহলে শুনে রাখুন, আমাদেরও পিঠ আছে।’ তবে তাদের এই ল'ড়াই পুলিশ বা সরকারের বি'রুদ্ধে নয় বলেও জানান এ ইসলামী নেতা।
তিনি বলেন, ‘পুলিশবাহিনী এবং প্রশাসন আমাদেরই সংস্থা। তাদের সঙ্গে আমাদের কোন ল'ড়াই নেই। তবে আমাদের দাবি, তারা যেনো সরকারের গো'লামি করতে গিয়ে আমাদের বি'ক্ষোভে বাধা না দেন।’
ভারতের ধর্মভিত্তিক ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বি'ক্ষোভ অব্যাহত রয়েছে। ১০ দিন ধরে চলা বি'ক্ষোভে নিহ'তের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুলিশের হা'মলায় শত শত লোক আহ'ত হয়েছেন।-আনন্দবাজার