বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৫:২৩

বড়দিন উদ্‌যাপনে ম'দ খেয়ে প্রাণ গেল ১১ জনের

বড়দিন উদ্‌যাপনে ম'দ খেয়ে প্রাণ গেল ১১ জনের

আন্তর্জাতিক ডেস্ক : বড়দিন উদ্‌যাপনের সময় নারকেলের তৈরি ম'দ খেয়ে ফিলিপাইনে ১১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনার পর পেটে ব্য'থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০০ জন। সবাই একই ম'দ খেয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

স্থানীয় ভাষায় ওই ম'দকে ‘লামবানোগ’ বলা হয়। ফিলিপাইনের বিভিন্ন উৎসবে সাধারণ মানুষ এটি পান করে থাকেন। এই পানীয়তে মি'থানলের পরিমাণ বেশি জমা হলে বি'ষের মতো হয়। তখন অন্ধ হওয়ার পাশাপাশি মানুষ মা'রাও যেতে পারে।

স্থানীয় যে ডিলার এই ম'দ সরবরাহ করেছেন, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাময়িকভাবে ম'দের সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে