আন্তর্জাতিক ডেস্ক : এনআরসি ইস্যুতে মোদি-শাহর বক্তব্যের ফা'রা'ক নিয়ে প্র'ব'ল চর্চার মাঝেই দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হল। 'এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি', রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর এ মন্তব্য ঘিরে তো'লপা'ড় হয়েছে দেশ।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গোটা দেশে এনআরসি হবে। কে ঠিক বলছেন, এ প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। আর এমন প্রেক্ষাপটেই বুধবার জলপাইগুড়িতে এনআরসি নিয়ে প্রশ্ন করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ''এনআরসির তো প্রশ্নই নেই, এনআরসি কোথায়?''
জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুধবার বিজেপি রাজ্য সভাপতি বলেন, ''এনআরসির তো প্রশ্নই নেই, এনআরসি কোথায়? আসামে এনআরসি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এর সঙ্গে সরকার বা দলের কোনও লেনদেন নেই। এখানে নাগরিকত্ব আইন পাস হয়েছে।''
অন্যদিকে, নরেন্দ্র মোদির সুরেই সুর মেলালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনিও দাবি করলেন, এই মুহূর্তে দেশজুড়ে এনআরসি চালু করার কোনও পরিকল্পনাই নেই সরকারের।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে অমিত শাহ জানান, 'দেশজুড়ে এনআরসি চালু হওয়া নিয়ে কোনও বি'তর্কেরই প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে সরকার কোনও আলোচনাই করেনি। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে এ নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনা হয়নি।' সূত্র : এএনআই