বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৮:৫৭

জয় শ্রীরাম স্লোগান দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে পুলিশ

জয় শ্রীরাম স্লোগান দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নতুন নাগরিকত্ব বিলের প্র'তিবা'দে উ'ত্তা'ল হয়ে উঠেছিল উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। জয় শ্রীরাম স্লো'গান দিয়ে ক্যাম্পাসে অ'ভিযা'ন চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। 

এমনই অ'ভিযো'গ উঠেছে উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশের বিপক্ষে। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, ছাত্রছাত্রীদের উপর হা'ম'লা চালানোর সময় পুলিশ ভ'য়ঙ্ক'র হয়ে উঠেছিল আর ক্রমাগত জয় শ্রীরাম স্লোগান দিয়ে চলছিল।

নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে উ'ত্তা'ল হয়ে উঠেছিল উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা সিএএ-র প্র'তিবা'দে বি'ক্ষো'ভ শুরু করেছিলেন। উপাচার্য পরিস্থিতি মো'কা'বিলায় পুলিশ ডেকেছিলেন ক্যাম্পাসে। কিন্তু গেট ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়েছিল সেনাও। কী করে বিনা অনুমতিতে ক্যাম্পাসে সেনা ঢুকলো এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আলিগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র বি'ক্ষো'ভ দমনে আসা পুলিশকর্মীরা জয় শ্রীরাম স্লো'গা'ন দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের স্কুটার, বাইক, গাড়ি ভে'ঙে জ্বা'লিয়ে দিয়েছিল পুলিশ। এমনকী জ'ঙ্গি বলে তাদের দিকে আ'ক্র'ম'ণ চালানো হচ্ছিল বলে অ'ভিযো'গ করা হয়েছে। অ'ভিযো'গ ছাত্রদের হোস্টেলেও আ'গু'ন ধরিয়ে দেওয়া হয়েছিল।

আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে দিয়ে বি'ক্ষো'ভ দ'ম'নের ঘটনা ঘিরে স'মালো'চনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযোগ করা হচ্ছে জ'ঙ্গি দ'ম'নে যে গ্রে'নেড ব্যবহার করা হয়ে থাকে আলিগড় বিশ্ববিদ্যালয়ে সেই একই গ্রেনে'ড ব্যবহার করেছিল পুলিশ। 

এমনকী কাঁদানে গ্যাসের শেলও ফা'টা'নো হয়। পুলিশ এবং সেনার আ'ক্রম'ণা'ত্মক অভিযানের প্র'তিবা'দে সরব হয়েছে সব মহল। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ত'দ'ন্ত না হওয়া পর্যন্ত গ্রেনে'ড ছোড়ার অ'ভিযো'গ নিয়ে নি'শ্চি'ত হওয়া যাচ্ছে না। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে