বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৬:০৪

যোগীর পুলিশের ভ'য়ে ছেলেকে হাসপাতালে নিতে পারেননি মুসলিম বাবা, ছেলের মৃ'ত্যু!

যোগীর পুলিশের ভ'য়ে ছেলেকে হাসপাতালে নিতে পারেননি মুসলিম বাবা, ছেলের মৃ'ত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের গু'লি লেগেছিল। সারা রাত র'ক্ত ঝরেছে। বাড়ি নিয়ে এসেছেন কয়েকজন স্থানীয় মানুষ। কিন্তু পুলিশের ভ'য়ে হাসপাতালে নিয়ে যেতে পারেনি পরিবার।  

বাড়ি থেকে বেরলেই গ্রে'প্তা'র হওয়ার হওয়ার ভ'য়। হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হওয়াতেই মৃ'ত্যু হয়েছে তিরিশ বছরের মোহাম্মদ রইসের। সং'শো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই উ'ত্তা'ল উত্তরপ্রদেশ। অ'গ্নিগ'র্ভ প'রিস্থি'তি ছিল। 

প'রি'স্থি'তি নিয়ন্ত্রন করার নামে ইদগা মসজিদ চত্বর এলাকায় বি'ক্ষো'ভকারীদের ওপর নৃ'শং'সভাবে অ'ত্যা'চার চালায় যো'গীর পুলিশ। পুলিশের বি'রু'দ্ধে গু'লি চালানোর অভিযোগ ওঠে। আর সেই গু'লিতেই গু'রু'ত'র জ'খ'ম হয়েছিলেন রাইস। 

রইসের বাবা শারিফ সংবাদমাধ্যমে জানিয়েছেন, '‌ওইদিন পুলিশের গু'লিতে তিনজনের মৃ'ত্যু হয়েছিল। আমার ছেলে তাদের মধ্যে একজন। গু'লি লাগার পর সারা রাত র'ক্ত পড়ছিল তার। কয়েকজন ধ'রাধ'রি করে ওকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু পুলিশের ভ'য়ে আমরা বাইরেই বেরতে পারছিলাম না। ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলাম না। 

রইস বারবার বলছিলেন, পুলিশ গু'লি চালিয়েছে। পরের দিন সকালে যখন নিয়ে গেলাম হাসপাতালে, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। দেরি হওয়ার জন্যেই রইস বাঁচল না।'‌

রাইসের মা কিসমাতুন নিশা সংবাদমাধ্যমে জানিয়েছেন, '‌রাইসের পে'টে গু'লি লেগেছিল। পুলিশের গু'লিতেই ওর মৃ'ত্যু হয়েছে। অথচ পুলিশ বলছে, আমার ছেলের নাকি হেপাটাইটিস-বি ছিল। পুলিশ মিথ্যা কথা বলছে।'‌ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে