আন্তর্জাতিক ডেস্ক : বাথরুমে পাঁ পিছলে পড়ে সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়েছেন ৬৪ বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তার সরকারি বাসভবন আলভোরাদা প্রাসাদে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বেন্ড টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে তার সরকারি বাসভবনে বাথরুমে পা পিছলে পড়ে যান।
এ সময় তিনি মাথায় আ'ঘা'ত পান। এর আগে তিনি ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময়ে ছু'রিকা'ঘা'তে আহ'ত হন। স্মৃতিশক্তি হা'রানো নিয়ে তিনি বলেন, আমি জানি না, গতকাল আমি কী করেছি?
সাক্ষাৎকারে বলসোনারো বলেন, পড়ে গিয়ে আমি আমার স্মৃতিশক্তি হা'রিয়ে ফেলি। আমি এখন অনেক জিনিস ফিরে পেয়েছি, এখন আমি ভালো আছি।
প্রেসিডেন্ট অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, আহ'ত হওয়ার পর বলসোনারো ব্রাজিলিয়া সামরিক হাসপাতালে সারারাত পর্যবেক্ষণে ছিলেন। মঙ্গলবার তাকে বিশ্রামের জন্য হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।