শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৪:৫২

মোদিকে যে উপহার দিলেন পুতিন

মোদিকে যে উপহার দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরে কিছু বিশেষ উপহার দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিন। বন্ধু রাষ্ট্র বলে কথা! তাই মোদির হাতে তুলে দিলেন ভারতের স্বাধীনতার প্রবাদ পুরুষ মহাত্মা গান্ধীর ডায়রির একটি পাতা এবং ১৮ শতকের একটি ভারতীয় তরবারি। বুধবার সন্ধ্যায় এক ভোজসভায় পুতিনের এই উপহার দেখে বেজায় খুশি মোদিও। তাই প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মহাত্মা গান্ধীর ডায়রির পাতাটিতে গান্ধীর হাতের লেখা রয়েছে। আর অপর উপহারটি অষ্টাদশ শতাব্দীতে বাংলার প্রাচীণ রূপোয় মোড়া তরবারি। দু’দিনের সফরে বুধবার রাতে মস্কো পৌঁছন মোদি। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর রাশিয়ায় এটিই মোদির প্রথম সফর। সেখানে বৃহস্পতিবার ষোড়শ ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। এছাড়াও, মোদির দু’দিনের এ সফরের উদ্দেশ্য, প্রতিরক্ষা, বাণিজ্য ও সন্ত্রাস মোকাবিলা-সহ বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা। ২৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে