বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ০২:৫১:৪১

দেখতে না পেয়ে হতাশ মোদি

দেখতে না পেয়ে হতাশ মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সূর্য গ্রহণ। আর এই সূর্যগ্রহণের সময় সূর্যের পাশেই দেখা যাবে আগুনের বৃত্তকে। তবে এই সূর্যগ্রহণের দৃশ্যই প্রত্যক্ষ করতে পারলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মেঘলা আকাশ থাকার কারণে সূর্যগ্রহণ দেখতে না পেয়ে হতাশ হয়েছেন তিনি।

দশকের শেষ সূর্যগ্রহণ দেখতে না পেয়ে টুইটারে মোদি লিখেছেন, দুর্ভাগ্যবশত, মেঘের আচ্ছন্নতার কারণে আমি সূর্যগ্রহণ দেখতে পেলাম না, তবে লাইভ স্ট্রিমের সাহায্যে আমি কোজিকোড় এবং অন্যান্য অংশের গ্রহণের ঝলক দেখতে পেয়েছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছি।

উল্লেখ্য, এই দশকের শেষ সূর্যগ্রহণ ছিল আজ। সকাল ৮টা ২৭ মিনিট থেকে ২টা ৫মিনিট পর্যন্ত চছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এক্স-রে ফিল্ম, নেগেটিভ, ভিডিও এবং অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি ও অবলোহিত রশ্মি আটকে না। তাই কোনোক্রমেই এগুলো দিয়ে সূর্যগ্রহণ দেখা উচিত নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে