আন্তর্জাতিক ডেস্ক : আমরা ভেবেছিলাম, মুসলিমদের একাং'শের মধ্যে থেকে প্র'তিবা'দ আসবে। সেজন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু নাগরিকত্ব সংশো'ধন আ'ইনের বি'রু'দ্ধে দেশ জুড়ে এত মানুষ রে'গে উঠবেন বুঝতে পারিনি।
একটি বিদেশি সংবাদ সংস্থার কাছে এমনই মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। তার কথায়, 'কেবল আমি নই, বিজেপির কোনও নেতা-মন্ত্রীই ভাবতে পারেননি, এমন জ'নরো'ষের মুখে পড়তে হবে।'
পর্যবেক্ষকদের মতে, ২০১৪ সালে ক্ষ'মতায় আসার পরে নরেন্দ্র মোদী সরকার এখন সবচেয়ে বড় চ্যা'লে'ঞ্জের মুখে পড়েছে। হাজার হাজার মানুষ গত দু'সপ্তাহে পথে নেমে বিক্ষো'ভ দেখিয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে নি'হ'ত হয়েছেন ২১ জন।
বিজেপির আরও কয়েকজন নেতা বিদেশি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মানুষের বিক্ষো'ভ দেখে আমরা প্রথমে অ'বা'ক হয়ে গিয়েছিলাম। কিন্তু দু'সপ্তাহ ধরে এত বড় বিক্ষো'ভ চলবে ভাবতে পারিনি।
এই বিক্ষো'ভের ফলে সরকার বি'প'দে পড়বে না। লোকসভায় বিজেপির গরিষ্ঠতা আছে। কিন্তু নাগরিকত্ব সং'শো'ধনী আইন নিয়ে বিক্ষো'ভের ফলে ধা'ক্কা খেয়েছে মোদীর ভাবমূর্তি। আগে ভাবা হত, প্রধানমন্ত্রী মানুষের মুড বুঝতে ভুল করেন না। যে কোনও বি'ত'র্কি'ত সিদ্ধান্তকে তিনি কার্যকর করতে পারেন। কিন্তু এই বিক্ষো'ভের পরে অনেকেই ভাবছেন, পাবলিকের মুড বুঝতে মোদী ব্য'র্থ। সূত্র : দ্য ওয়াল