বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫২:৩২

তেল চু'রি করার জন্য আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সিরিয়া

তেল চু'রি করার জন্য আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার তেল সম্পদ চু'রি করার জন্য মার্কিন সরকারের বি'রু'দ্ধে আন্তর্জাতিক আদালতে মা'ম'লা করবে দামেস্ক সরকার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা বুসাইনা শাবান গতকাল (বুধবার) একথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়ার তেল সম্পদ লু'টপা'ট করার কোনো অধিকার আমেরিকার নেই। সে কারণে আমেরিকার বি'রু'দ্ধে দামেস্কের সরকার মামলা করতে যাচ্ছে। 

বুসাইনা সাবান হু'শিয়া'রি উচ্চারণ করে বলেন, সিরিয়ার জনগণের মতামতের বি'রু'দ্ধে অবস্থান নিয়ে আমেরিকা আরব এ দেশটিতে সেনা মোতায়েন করেছে এবং তারাই সিরিয়ার সম্পদ লু'টপা'ট করছে।

বুসাইনা বলেন, সিরিয়ার মাটি থেকে অবশ্যই দ'খ'লদার বিদেশি সেনাদের চলে যেতে হবে। যদি এসব সেনা সিরিয়ার মাটি থেকে চলে না যায় তাহলে তাদেরকে স'ন্ত্রা'সী হিসেবে গণ্য করা হবে তা সে মার্কিন সেনা হোক আর তুরস্কের সেনা হোক।

গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্র'ত্যা'হা'র করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন এবং সিরিয়া থেকে বহু সেনা প্র'ত্যা'হা'র করে নিয়েছিলেন। কিন্তু তিনিই আবার কিছুদিন আগে ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সেনা ফেরত এনেছেন। 

ট্রাম্প বলেছেন, সিরিয়ার তেল সম্পদ রক্ষা করার জন্য মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে অথচ সিরিয়া সরকার মার্কিন সেনা প্র'ত্যা'হার করে নেয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে