বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৬:৪৪

হিন্দু নয়, প্রাচীন ভারতের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন : আজব মন্তব্য বিজেপি মন্ত্রীর

হিন্দু নয়, প্রাচীন ভারতের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন : আজব মন্তব্য বিজেপি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : আজব মন্তব্য করে বসলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের সাংসদ রামদাস আঠাওয়ালে। প্রাচীন ভারতের সবাই নাকি বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন। হিন্দু ধর্ম আসার পরেই ভারত নাকি হিন্দু রাষ্ট্র হয়েছে। 

শুনতে অবাক লাগলেও এমনটাই বলেছেন তিনি। সংবিধানে যেখানে ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে তৈরি হয়েছে বি'ত'র্ক। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত এক সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে বলেন, ১৩০ কোটি ভারতবাসীই হিন্দু। আর ভাগবতের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই একথা বলেছেন আঠাওয়ালে।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্‍কারে আঠাওয়ালে বলেন, '‌সবাইকে হিন্দু বলা ঠিক হবে না। একটা সময় আমাদের দেশে সবাই বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন। কিন্তু যখন হিন্দু ধর্ম এলো, তখন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত হল। তবে যদি উনি মনে সবাই আমরা এক, তাহলে ঠিক আছে।' ‌

এর আগে একটি সমাবেশে মোহন ভাগবত বলেছিলেন, '‌গোটা সমাজ আমাদের এবং সঙ্ঘের উদ্দেশ্যই হল এরকম একটি সংযুক্ত সমাজ গড়ে তোলা। সঙ্ঘ যখন বলে হিন্দু তখন সেই সমস্ত মানুষকে তাতে ধরা হয়, যারা কিনা মনে করেন ভারত তাদের মাতৃভূমি। যারা ভারতকে, তার মানুষদের, জল, ভূমি, বন, পশুপাখিকে ভালবাসেন।

এদিকে, আঠাওয়ালের এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত কবে হিন্দু রাষ্ট্র হল?‌ সংবিধানে যেখানে লেখা ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র?‌ সেখানে কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রী একথা বলতে পারলেন?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে