বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১০:১৫:১৬

'রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়েইসি গৃহযু'দ্ধ করে ভারত ভাগ করতে চাইছে'

'রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়েইসি গৃহযু'দ্ধ করে ভারত ভাগ করতে চাইছে'

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন ইস্যুতে বিরো'ধিদের ওপর আ'ক্রম'ণ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অল-ইন্ডীয়া-মজলিস-এ-ইত্তেহাদুল প্রধান আসাদুদ্দিন ওয়েইসির বিরূদ্ধে তো'প দে'গে এই বিজেপি নেতা বলেন, এরা ভারতকে ভাগ করার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার তিনি দো'ষারো'প করে বলেন যে, 'রাহুল গান্ধী এবং আসাদুদ্দিন ওয়েইসি সিটিজেনসিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইস্যু করে দেশে গৃহযু'দ্ধ শুরু করার প্ররোচনা দিচ্ছেন।'

সংবাদসংস্থার মুখোমুখি হয়ে গিরিরাজ জানান যে, 'মুঘল এবং ব্রিটিশরা যা করতে পারেনি, রাহুল গান্ধী, টুকরে-টুকরে গ্যাং এবং আসাদুদ্দিন ওয়েইসি তাই করতে চাইছেন। তারা ভারতকে ভাগ করতে চাইছেন। তারা দেশে গৃহযু'দ্ধ চাইছে।'

নরেন্দ্র মোদির আসামে কোনও ডিটেনশন ক্যাম্প কেন্দ্র তৈরি করছে না, এই মন্তব্যের পা'ল্টায় রাহুল গান্ধী ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে আসামের মাটিয়া অঞ্চলে কেন্দ্রের তরফে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে বলেই দাবি জানিয়েছে কংগ্রেস।

রাহুলের ট্যুইটের পা'ল্টায় আ'ক্র'ম'ণ শা'নিয়ে বিজেপি বলে, 'মিথ্যের রাজা'। আসামের ওই তিন ডিটেনশন ক্যাম্প কংগ্রেস তৈরি করেছে যখন রাজ্যে এবং কেন্দ্রে তারাই ক্ষমতায় ছিল'।

ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত এদিন সকালে নাগরিকত্ব আইনের বিরো'ধিতা করে প্র'তিবা'দকে ক'টা'ক্ষ করেছেন। তার কথায় রাজনৈতিক দিক রয়েছে বলেই জানিয়েছিলেন আসাদুদ্দিন ওয়েইসি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এমন মন্তব্য করেছেন। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে