আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে নাগরিকত্ব আইন বি'রো'ধী আন্দোলনে নিহ'তদের তালিকায় রয়েছেন দুই মুসলমান ব্যক্তি। গু'লিবি'দ্ধদের সঙ্গে দেখা করলেও ওই দুই নি'হ'ত আন্দোলনকারীর পরিজনদের সঙ্গে দেখা করলেন না মন্ত্রী।
অনেকেই বলছেন, মুসলমান হওয়ায় তাদের পরিজনদের সাক্ষাত্ এড়ালেন রাজ্যটির যোগী সরকারের মন্ত্রী কপিলদেব আগরওয়াল। যদিও সেকথা মানতে নারাজ মন্ত্রী। তার দাবি, ধর্মীয় বি'ভে'দ নয় দা'ঙ্গাবা'জ বলে নি'হ'তদের বাড়ি যাননি তিনি।
নাগরিক আইন নিয়ে আন্দোলনে প্রায় গোটা ভারতের একাংশ। উত্তরপ্রদেশের ২১টি জেলার অবস্থাও প্রায় একইরকম। বিক্ষো'ভ-আন্দো'লনের জেরে প্রাণ হা'রিয়ে'ছেন অন্তত ১৬জন। এখনও থমথমে একাধিক জেলা।
স্বজনহা'রাদের দাবি, নি'র্বি'চারে চালানো পুলিশের গু'লিতেই প্রাণ হা'রিয়েছেন তাদের পরিজনেরা। যদিও পুলিশ সেই দাবি মানতে নারাজ। পরিবর্তে উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, গু'লি চালিয়েছিল বিক্ষো'ভকারীরাই। তাতেই প্রা'ণ হা'রিয়েছেন ১৬জন। কে বা কারা গু'লি চালাল এই বি'ত'র্ক নিয়ে জেরবার উত্তরপ্রদেশ প্রশাসন।
তারই মাঝে নতুন করে বি'ত'র্কের জন্ম দিলেন মন্ত্রী কপিলদেব আগরওয়াল। গত শুক্রবার বিজনৌরে যান মন্ত্রী। আন্দোলন চলাকালীন গু'লিবি'দ্ধ ওম রাজ সাইনির সঙ্গে দেখা করতে যান তিনি। আন্দোলনের ব'লি হন ওই একই এলাকার দু'জন। অভিযোগ, তারা মুসলমান হওয়ায় মন্ত্রী কপিলদেব আগরওয়াল তাদের বাড়ি যাননি। একবারের জন্য নি'হ'তদের পরিজনদের সঙ্গেও দেখা করেননি মন্ত্রী।
তবে সাংবাদিক বৈঠকে নি'হ'তদের পরিজনদের সঙ্গে দেখা না করার কারণও ব্যাখ্যা করেছেন মন্ত্রী। তিনি বলেন, 'যারা গু'লিবি'দ্ধ হয়ে মা'রা গিয়েছে তারা দা'ঙ্গা লাগানোর চেষ্টা করেছিল এলাকায়। দা'ঙ্গাবা'জদেরকে সমর্থন করি না আমি। কোনও ধর্মীয় বি'ভে'দ নয়, দা'ঙ্গাবা'জ বলেই তাদের বাড়ি যাইনি।'
যদিও মন্ত্রীর দাবি মানতে না'রা'জ নিহ'তদের পরিজনেরা। তাদের দাবি, মাঠ থেকে কাজ সেরে ফেরার পথেই পুলিশের গু'লিতে মা'রা গিয়েছেন ওই দু'জন। তারা কোনওভাবেই এলাকায় দা'ঙ্গা ছ'ড়া'ননি বলেও দাবি পরিজনদের।
মুখে কিছু না বললেও এই বি'ত'র্ককে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন বিরো'ধীরা। মন্ত্রীর এবং পরিজনদের দাবি নিয়ে টা'নাপো'ড়েনের মাঝে ওই দুই নি'হ'তের বাড়িতে যান প্রিয়াঙ্কা গান্ধী। তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। নি'হ'তদের পরিজনদের পাশে থাকারও আশ্বাস দেন কংগ্রেস নেত্রী। সূত্র : এএনআই