শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:১২:০৭

নামাজ পড়ে সরকারকে ৬ লাখ টাকা দিয়ে নজির গড়লেন মুসলিমরা

নামাজ পড়ে সরকারকে ৬ লাখ টাকা দিয়ে নজির গড়লেন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : এনআরসি ও নাগরিকত্ব আইন বি'রো'ধী বি'ক্ষো'ভে আ'গু'ন জ্ব'লেছিল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ভা'ঙ'চুর হয়েছিল সরকারি সম্পত্তি। এই ভা'ঙচু'রের দা'য় নিয়ে প্রশাসনের হাতে ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দিলেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা।

শুক্রবার বুলন্দশহরের এক মসজিদে নামাজ পড়তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। যাতে অশান্তি না হয়, তার জন্য তত্‍পর ছিল প্রশাসন। নামাজের পরেই সেখানে উপস্থিত জেলাশাসক রবীন্দ্র কুমার ও সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমারের হাতে এই টাকা তুলে দেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা।

টাকা তুলে দেওয়ার পর জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, 'বুলন্দশহরের মাধ্যমে শুরুটা হল। তারা বুঝতে পেরেছেন গত শুক্রবার এই বি'ক্ষো'ভে যে সরকারি সম্পত্তি ন'ষ্ট হয়েছে তা তাদেরই ট্যাক্সের টাকায় তৈরি। এটা তাদেরই ক্ষ'তি। আজ এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা আবেদনপত্র ও ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার একটা ডিমান্ড ড্রাফট এনে আমাদের সঙ্গে দেখা করেন। তারা বলেছেন, এই ধরনের ঘটনা তারা চান না।' 

প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তবেই এই টাকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও এই ঘটনার বিপক্ষ ঘটনাও উঠে এসেছে। অনেকে অভিযোগ করেছেন, বি'ক্ষো'ভ চলাকালীন পুলিশই সরকারি সম্পত্তি ন'ষ্ট করেছে। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে