শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০২:২১:২৫

বি'ক্ষোভ-সহিংসতার মধ্যেই হিন্দু প্রতিবেশীদের প্রহরায় মুসলিম মেয়ের বিয়ে

বি'ক্ষোভ-সহিংসতার মধ্যেই হিন্দু প্রতিবেশীদের প্রহরায় মুসলিম মেয়ের বিয়ে

আন্তর্জতিক ডেস্ক : উত্তর ভারতের একটি মুসলমান পরিবার জানিয়েছে, প্রতিবেশী সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের প্রহরায় তারা নিজেদের কন্যার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বি'ক্ষোভে বলপ্র'য়োগের ঘটনায় প্রাণঘা'তী সহিং'সতার পরদিন এমন ঘটনা ঘটেছে।-খবর রয়টার্সের

ভারতের ২০ কোটি মুসলমানকে কোণ'ঠাসা করতে নতুন এই আইনপ্রণয়ন করেছে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এতে ভারতজুড়ে ব্যাপক বি'ক্ষোভ শুরু হলে এখন পর্যন্ত পুলিশি নৃ'শংসতায় ২৭ জন নিহ'ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২০ ডিসেম্বর কানপুর শহরে দুই বি'ক্ষোভকারী নিহ'ত হন।

রয়টার্সকে ওয়াজিদ ফজল বলেন, তার ভাগনি জিনাতের বিয়ে ঠিক করেছেন তারা। কিন্তু সহিংসতার দরুন অনুষ্ঠান প'ণ্ড হতে যাচ্ছিল। কাজেই বিয়ের প্রস্তুতি নিয়ে আমি উভয়সংকটে পড়ে গিয়েছিলাম। কিন্তু হিন্দু প্রতিবেশীরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। এই বিয়েতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তারা অনুষ্ঠান পাহারা দেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, রাতে ভাগনিকে বিয়ে দেয়ার আগ পর্যন্ত অন্তত ৪০ হিন্দু ভাই আমাদের বাড়িতে ছিলেন। এই আনুকূল্য কখনো ভুলবার নয় বলেও মন্তব্য করেন তিনি। মুসলমানদের বিরুদ্ধে বৈ'ষম্যমূলক হওয়ায় অনেকেই এই আইনের বিরোধিতা করছেন। গত ১১ ডিসেম্বর থেকে এই বি'ক্ষোভ শুরু হয়েছে। ২০১৪ সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পর একের পর এক হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে মোদি সরকার।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য অনুপ তিওয়ারিও এই বিয়ের অনুষ্ঠানে সহায়তা করেন। তিনি বলেন, বিজেপি কখনোই বৈষম্য করে না। জিনাত আমার মেয়ে। কাজেই নির্ধারিত তারিখে তার বিয়ের ব্যবস্থা করা আমার দায়িত্ব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে