আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্ম, বর্ষা বা শীত তিনটি মরশুমই এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন উত্তরপ্রদেশসহ পুরো উত্তর ভারতের বাসিন্দারা। প্রথমে বর্ষার জেরে বহুদিন জলম'গ্ন ছিল উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চল। এখন আবার ঠা'ন্ডার প্র'কো'পে কাঁপছে সেখানকার বাসিন্দারা।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে পুরানো সব ইতিহাস টপকে ঠান্ডার রেকর্ড গড়েছে রাজধানী দিল্লি। আর ইতিমধ্যে ঠান্ডার প্রকোপে উত্তরপ্রদেশে কমপক্ষে ২৮ জনের মৃ'ত্যুর খবর গিয়েছে। আর বিহারে ১১ জন ও ঝাড়খণ্ডে আটজনের মৃ'ত্যু হয়েছে। পরিস্থিতি না বদলালে গোটা দেশে মৃ'তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আ'শ'ঙ্কা করা হচ্ছে।
রাজধানী দিল্লিতে শনিবার সকাল থেকে সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ২.৪ ডিগ্রির আশপাশে। শহর ছাড়িয়ে বাইরে বেরোলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এর আগে দিল্লিতে এই রকম ঠান্ডা পড়েছিল ১৯০১ সালে। তারপর থেকে কোনওদিন এই অবস্থা হয়নি।
অন্যদিকে দিল্লির পাশাপাশি প্র'বল ঠান্ডায় জ'বুথু'বু হয়ে পড়েছে উত্তর ভারতের মানুষও। ইতিমধ্যে মধ্য উত্তরপ্রদেশ ও বুন্দেলখণ্ডে ১৭ জন, কানপুরে ১০ জন ও বারাণসীতে চারজন মোট ৩১ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে।
প'রিস্থি'তি সামলানোর জন্য সবরকম চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। বৃহস্পতিবারের মতো শুক্রবারও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন নাইট সেল্টার পরিদর্শনে গিয়ে আবাসিকদের কম্বল বিতরণ করেন। সূত্র : এএনআই