আন্তর্জাতিক ডেস্ক : ভাই-বোনের বা'হ্যিক ল'ড়াই চলছে! ২০২১ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারই থাকবে। এ ব্যাপারে ৯০ শতাংশ নিশ্চিত ফুরফুরা শরিফের প্রধান ত্বহা সিদ্দিকি। এক সাক্ষাত্কারে এমন চাঞ্চল্যকর দাবিই করেছেন পীরজাদা।
একই সঙ্গে ত্বহা সিদ্দিকি জানালেন, ''হতে পারি আমরা মুসলমান সংখ্যালঘু, কিন্তু সরকারের চাবি আমাদের হাতেই''। তিনি রাজনীতি করলে, রাইটার্সে বসার জন্য লড়তেন, আর সে ক্ষেত্রে টক্কর দিতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এমন কথাই শোনা গেল ত্বহা সিদ্দিকির মুখে।
তিনি বলেন, 'সংখ্যাল'ঘু, সংখ্যাগু'রু কথাটা শুনতে লজ্জা লাগে। সংখ্যাল'ঘু হতে পারি আমরা। তবে মসনদের চাবি, নবান্নের চাবি, রাইটার্সের চাবি, কিন্তু আমাদের হাতেই। আমরাই ফ্যাক্টর। যার জন্য মুসলিমদের নিয়ে সকলে টানাটানি করেন।'
ত্বহা সিদ্দিকি বলেন, "আজ তৃণমূল সরকার আছে, অথচ ৫ শতাংশ ভোট যদি সরে যায়, শেষ হয়ে যাবে ওরা। মালিক (আল্লা) আমাদের সম্মান দিয়েছেন। মালিক বলেছে, সংখ্যাল'ঘু হতে পারিস, ব্য'থা পাস না, মসনদের চাবি তোদের হাতেই। তোরা যদি মনে করিস, তৃণমূল ভাল চালাচ্ছে না, তাহলে ভোট সিপিএমকে দে।'' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস