শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:১১:৪২

'এখানে না পোষালে পাকিস্তানে চলে যাও', উত্তরপ্রদেশে মুসলমানদের উদেশ্যে পুলিশ সুপার

'এখানে না পোষালে পাকিস্তানে চলে যাও', উত্তরপ্রদেশে মুসলমানদের উদেশ্যে পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার জুম্মার নামাজের পর নয়া নাগরিকত্ব আইন ও এনআরসির বি'রু'দ্ধে বি'ক্ষো'ভ করছিলেন উত্তরপ্রদেশের মীরাটের কিছু মুসলমানরা। 

তা ঠেকাতেই গিয়েই পুলিশ সুপার সরাসরি বলে বসলেন, এখানে না পোষালে পাকিস্তানে চলে যাও।

মাথায় কালো-নীল ফেট্টিতে 'নো এনআরসি', 'নো সিএএ' লিখে মীরাটে বি'ক্ষো'ভ দেখাচ্ছিলেন তারা। সেখানেই পৌঁছে যান মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং। 

একটি ভিডিওতে শোনা যাচ্ছে, তিনি বি'ক্ষো'ভকারীদের বলছেন, 'এসব্ব কালো, নীল ফেট্টি বেঁধে কী করছ? এখানে না পোশালে পাকিস্তানে চলে যাও। এ দেশে মন না বসলে রাস্তা খোলা আছে। কেউ তোমাদের আ'টকাবে না।'

এই ঘটনা নিয়ে বি'ত'র্ক তৈরি হয়েছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশ এ নিয়ে এখনও মুখ খোলেনি। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে