শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:২১:০২

নাগরিকত্ব আইনের জেরে সমস্যায় পড়বে ভারতের ২০ কোটি মুসলমানরা : মার্কিন কংগ্রেসের রিপোর্ট

নাগরিকত্ব আইনের জেরে সমস্যায় পড়বে  ভারতের ২০ কোটি মুসলমানরা : মার্কিন কংগ্রেসের রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন প্রভাব ফেলতে পারে ভারতীয় মুসলিমদের উপরেও। এমনই দাবি করল মার্কিন কংগ্রেসের রিসার্চ সার্ভিস। 

সদ্য প্রকাশিত এক রিপোর্টে কংগ্রেসানাল রিসার্চ সার্ভিসের তরফে বলা হয়, 'ভারতের কেন্দ্রীয় সরকারের এনআরসি কার্যকর করালে এর সঙ্গে এই সিএএ-র প্রভাব পড়বে ভারতীয় মুসলিমদের নাগরিকত্বের উপর। এর জেরে স'ম'স্যায় পড়তে পারেন প্রায় ২০ কোটি জনসংখ্যার মুসলমানরা।'

রিপোর্টে আরও বলা হয়েছে যে, 'ভারতীয় হিন্দুত্ববাদীরা তাদের ইতিহাসে দেখেন কয়েক শতাব্দীর মুসলিম শো'ষ'ণ। এই কারণেই এরা বর্তমানে জওহরলাল নেহরু ও মাহাত্মা গান্ধীর রূপায়িত ধর্মনিরপেক্ষতা মানছেন না।'

এর আগেও ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আ'শ'ঙ্কা প্রকাশ করেছিল আমেরিকার একটি ফেডারেল কমিশন। কমিশনের তরফে তখন বলা হয়েছিল, ভারত এবং অ্যামেরিকার মূল ভিত্তিই হল ধর্মীয় বহুত্ববাদ। এটাই দুই রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, মূল্যবোধ। 

কমিশনের তরফে বলা হয় যে নাগরিকত্ব সং'শো'ধনী বিল ২০১৯ 'ভুল দিকে বি'প'জ্জ'নক মোড়।' পাশাপাশি সংসদের দুটি কক্ষেই বিলটি পাশ হলে অমিত শাহের উপর নিষে'ধা'জ্ঞা জারির সুপারিশও করেছিল কমিশনটি। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে