আন্তর্জাতিক ডেস্ক : বি'ক্ষো'ভকারী হোক বা না হোক। ভারতের উত্তরপ্রদেশ ভবনের সামনে কোনও মানুষকে দেখলেই টেনে হিঁচড়ে তাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। এইরকম বেশ কয়েকটি ভিডিও টুইটারে ভা'ইরা'ল হয়েছে।
বিশেষত মুসলিমদের নি'শা'না করা হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী। তারাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক বৃদ্ধ মুসলিমকে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। আর সেই সময়ে পুলিশের গাড়িতে বসে এক মহিলা বলছেন, 'দয়া করে চাচাকে ছেড়ে দিন। উনি বৃদ্ধ মানুষ। উনি কিছুই করেননি। ওঁনাকে ধরছেন কেন?'
সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অটো বা ট্যাক্সিতে কাউকে যেতে দেখলে তাদেরও আটক করছে যোগীর পুলিশ। গত ২৭ ডিসেম্বর ঘিরে ফেলা হয়েছিল উত্তরপ্রদেশ ভবন। মোতায়েন করা হয়েছিল শয়ে শয়ে পুলিশ।
ওই চত্বরে যাকেই হাতের কাছে পেয়েছে, তাকেই আ'ট'ক করেছে উত্তরপ্রদেশ পুলিশ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর। উত্তরপ্রদেশ ভবন চত্বর থেকে প্রায় ২০০ জনকে গ্রে'প্তা'র করা হয়েছিল। সুত্র : আজকাল