শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৯:৪৫

'গোটা দেশকে কি জেলখানা বানাতে চান আপনারা'‌ মোদি-শাহের উদ্দেশ্যে হাইকোর্টের সাবেক বিচারক

'গোটা দেশকে কি জেলখানা বানাতে চান আপনারা'‌ মোদি-শাহের উদ্দেশ্যে হাইকোর্টের সাবেক বিচারক

আন্তর্জাতিক ডেস্ক : গোটা দেশকে কি একটা জেলখানা বানাতে চান আপনারা?‌ নাগরিকত্ব আইন নিয়ে বি'ক্ষো'ভকারীদের পাশে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে বললেন দেশটির এক সাবেক বিচারক। 

নতুন নাগরিক আইন এবং এনআরসি চালু করার নীতির বি'রু'দ্ধে তী'ব্র প্রতিক্রিয়া জানান মাদ্রাস হাইকোর্টের সাবেক বিচারক কে চন্দ্রু। শুক্রবার সর্বভারতীয় আইনজীবী ইউনিয়নের ১৩তম জাতীয় বৈঠকে বক্তৃতা রাখতে গিয়ে তিনি একথা বলেন। 

সংবাদমাধ্যমে কে চন্দ্রু বলেন, '‌দেশজুড়ে বিক্ষোভ এখন টি-টোয়েন্টি ম্যাচে পরিণত হয়েছে। একদিকে মোদি-শাহ জুটি। আর একদিকে গোটা দেশ। বিজেপি এবং আরএসএস দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। দেশে একটিও ডিটেনশন ক্যাম্প নেই, এখনও অস্বীকার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে আসামে সাতটি ফুটবল মাঠের সমান ওটা কী তৈরি করা হয়েছে?'

রামচন্দ্র গুহ বলেন, নতুন নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে গোটা দেশজুড়েই প্র'তিবা'দ বি'ক্ষো'ভ চলছে। চা'পে পড়ে আ'ন্দো'লনকারীদের আ'ট'ক করছে প্রশাসন। লেখক, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে শিক্ষাবিদ, ইতিহাসবিদ। যারাই ভারত সরকারের বি'রু'দ্ধে মুখ খুলেছেন, তাদেরই আ'ট'ক করা হয়েছে। ক্ষ'ম'তার ভ'য় দেখানো হচ্ছে। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে