আন্তর্জাতিক ডেস্ক : 'পাকিস্তানে চলে যাও' উত্তরপ্রদেশের মেরঠে নাগরিকত্ব আইন নিয়ে বি'ক্ষো'ভকারীদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে পুলিশ সুপার অখিলেশ নারায়নকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অখিলেশ নারায়নের বক্তব্য, ''পাকিস্তান জিন্দাবাদ স্লো'গা'ন দিলে সেখানেই চলে যাও। এতে ভুল কী করেছি?''
নাগরিকত্ব আইনের বিরো'ধিতায় উ'ত্ত'প্ত উত্তরপ্রদেশের মেরঠ। ওই বিক্ষো'ভ থামাতে গিয়ে বিক্ষো'ভকারীদের উদ্দেশে এসপি বলছেন, ''এখানে কোনও গ'ন্ডগো'ল হলে চ'ড়া দাম চো'কাতে হবে। প্রতিটা ঘরের একজন পুরুষকে জেলে পুরে দেব। এখানে থাকতে না চাইলে পাকিস্তান চলে যাও। এখানে এসে অন্য দেশে জয়গান করছো। পাড়ার প্রতিটা গলি আমি চিনি। তোদের দাদিমার কাছেও পৌঁছে যাব''।
পুলিশ সুপারের এমন হুঁ'শি'য়া'রি নিয়ে শুরু হয়েছে বি'ত'র্ক। কিন্তু অখিলেশ নারায়নের পাশে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এডিজি প্রশান্ত কুমার বলেন, ''পাথর ছোড়া হয়েছে। ভারতবিরো'ধী, পড়শি দেশের দেশের স্লো'গা'ন দিয়েছে বিক্ষো'ভকারীরা। প'রিস্থি'তি খুব খা'রা'প। পিএফআই-র পুস্তিকা বিলি হয়েছে। ধর্মীয় নেতাদের আবেদনেও সাড়া দেয়নি বিক্ষো'ভকারীরা।''
তিনি আরও বলেন, ''পরিস্থিতি স্বাভাবিক হলে এসপি এমন কথাবার্তা বলতেন না। আমাদের অফিসাররা ধৈ'র্য্য দেখিয়েছেন। গু'লি চালাননি।''
এসপি অখিলেশ নারায়ন স্পষ্ট বলেন, ''কয়েকটা ছেলে পাকিস্তান জিন্দাবাদ স্লো'গা'ন দিচ্ছিল। আমি ওদের বলি, তোরা পাকিস্তান জিন্দাবাদ স্লো'গা'ন দিচ্ছিস, ভারতকে এতটা ঘৃ'ণা করিস যে পাথর ছু'ড়ছিস, তাহলে পাকিস্তানেই চলে যা। ওদের স'না'ক্ত করার চেষ্টা চালাচ্ছি।''