শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৭:১০

মুসলিমদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশের ঘাড় ধাক্কা খেলো প্রিয়াঙ্কা গান্ধী!

মুসলিমদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশের ঘাড় ধাক্কা খেলো প্রিয়াঙ্কা গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরোধী মুসলিমদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশের ঘাড় ধা'ক্কা খেলো কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। অভিযোগ, তাকে শারীরিক হে'ন'স্থাও করা হয়েছে।

উত্তরপ্রদেশের লখনউয়ে সাবেক আইপিএস অফিসার ও সিএএ বি'রো'ধী আন্দোলনের মুখ এসআর দারাপুরির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, মাঝপথে তাকে আটকায় পুলিশ। তারপর তাকে ঘাড় ধা'ক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। ঘটনার পরে দমে জাননি প্রিয়াঙ্কা। 

এরপর দলীয় কর্মীর স্কুটারে চেপে দারাপুরির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দু'‌কিলোমিটার যেতে না যেতেই ফের তাকে আটকায় পুলিশ। তারপর বাকি রাস্তা পায়ে হেঁটেই যান তিনি। সিএএ বিরো'ধী আন্দোলনে মেরঠের মৃ'ত বিক্ষো'ভকারীদের দেখতে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কার পথ আ'টকেছিল পুলিশ। সেই ঘটনার পুনারাবৃত্তি হল লখনউয়ে।

প্রিয়াঙ্কার অভিযোগ, '‌আমি দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলাম। সেই পথেই পুলিশ আমার গাড়ি আ'টকায়। ঘাড় ধাক্কা দেয়, হে'ন'স্থা করে। শেষমেষ আমি স্কুটারে যেতে বা'ধ্য হই। সেই যাত্রাপথেও কিছুটা রাস্তা যাওয়ার পর পুলিশ আমাকে চারদিক থেকে ঘিরে ধরে রেখেছিল। তাই শেষ পথটুকু পায়ে হেঁটে যেতে হয়েছে।'‌ সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে