শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৪:২২

নিহ'ত মুসলিমদের পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন মমতা ব্যানার্জী

নিহ'ত মুসলিমদের পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের কর্নাটকের মেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের প্রতিবা'দ বিক্ষো'ভে দুই নিহ'তের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

শনিবার মেঙ্গালুরুতে নিহ'ত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাত্‍ করেন ব্যারাকপুরের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। নিহ'তদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ৫ লাখের চেক। এছাড়াও ইউনিটি হাসপাতালে গিয়ে বিক্ষো'ভের সময় আহ'তদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা। 

১৯ ডিসেম্বর মেঙ্গালুরুতে পুলিশের গু'লিতে দুই ব্যক্তির মৃ'ত্যু হয়। প্রাথমিকভাবে ১০ লাখ টাকা সরকারি সাহায্যের ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত প্রত্যাহার করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি জানান, "অ'পরা'ধীদের মৃ'ত্যুতে আর্থিক সাহায্য দেওয়া অ'পরা'ধ।"

এরপরই নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরো'ধিতায় যেদিন রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন মমতা ব্যানার্জী। সেদিনই তিনি দুই নিহ'তের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেন। 

কর্নাটকের বিজেপি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "নিহ'তদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেও প্রতিশ্রুতি ভ'ঙ্গ করেছে ওই রাজ্যের সরকার। তৃণমূল গরিব দল হলেও মানুষের সঙ্গে থাকে, মানবিকতার পাশে থাকে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে