আন্তর্জাতিক ডেস্ক : ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) মানে মোদি সরকার 'এ বছরের সেরা জোকার', ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকড়কে ক'টা'ক্ষের উত্তর দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকড় সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ক'টা'ক্ষ করতে গিয়ে বলেন, 'এ বছরের মিথ্যেবাদীদের প্রার্থী'। রাহুল গান্ধীর 'আরএসএসএর প্রধানমন্ত্রী দেশকে মিথ্যে বলেন' এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
প্রকাশ জাভড়েকড়কে জবাব দিয়েছেন দলের আরেক সৈন্য অধীর চৌধুরী। তিনি বলেছেন, "জাভড়েকড় রাহুল গান্ধীকে এই বছরের সেরা মিথ্যেবাদী বলেছেন। আমি বলছি এনডিএ সরকার হল জোকার অফ দ্য ইয়ার"। সূত্র : ডিএনএ ইন্ডিয়া