আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির বি'রু'দ্ধে ফের একজোট বিরো'ধীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে রবিবার হেমন্ত সোরনের শপথের মঞ্চ থেকেই উঠে আসবে অবিজেপি জোটের বার্তা।
ইতিমধ্যে ঝাড়খন্ড পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন। মমতা ব্যানার্জীকে দেখেই পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এই যুবনেতা।
জানা গিয়েছে, শপথ গ্রহণের আগে প্রস্তুতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে দুজনের। এছাড়াও আগামী দিনে বিজেপির বি'রু'দ্ধে কীভাবে ল'ড়া'ই সে নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে।
নাগরিকত্ব আইন ও এনআরসি সহ একাধিক বিষয়ে কীভাবে জোট বেঁধে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় তা নিয়েও মমতা ব্যানার্জী এবং হেমন্ত সোরেনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ মে। সেদিন কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জেডিএসের কুমারস্বামী। আর আগামিকাল রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেএমএমের হেমন্ত সোরেন।
কুমারস্বামীর মতো হেমন্তের শপথ অনুষ্ঠানেও ঐক্যের ছবিটা তুলে ধরতে চাইছেন বিজেপি বিরো'ধী নেতারা। কিন্তু সেই বিজেপি বিরো'ধী জোটের নেতৃত্বে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।
জানা যাচ্ছে, হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা সহ একাধিক বিরো'ধী নেতৃত্বকে দেখা যেতে পারে। ঝাড়খন্ডে শো'চ'নীয় পরাজয় হয়েছে বিজেপির।
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা টুইট করে লেখেন, অহং'কারের প'ত'ন হয়েছে। এরপরেই কলকাতার মিছিল থেকে বিজেপিকে ক'টা'ক্ষ করে বলেছিলেন, 'ঝাড়খণ্ড হয়েছে লন্ডভন্ড'। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। গত বারের চেয়ে ১২টি আসন কমেছে।
জামশেদপুর-পূর্বে হে'রে'ছেন খো'দ মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। ২৫টি আসনেই স'ন্তু'ষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। সেখানে বি'রো'ধী জোটে জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি আসন পেয়েছে।
রবিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন মমতা ব্যানার্জীর সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরো'ধীদলের নেতাদের। মমতা শনিবার বিকালে পৌঁছে যেতেই সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে আসেন শিবু সোরেন পুত্র। সূত্র : জিনিউজ