রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১১:১৯:৫০

ধেয়ে আসছে শিলাবৃষ্টি

ধেয়ে আসছে শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক: হাড়কাঁপানো ঠাণ্ডা পড়েছিল ১৯০১ সালে। তারপড় এ বছর প্রচণ্ড ঠাণ্ডায় কাবু গোটা উত্তর পশ্চিম ভারত। এরপর আবার ধেয়ে আসছে শিলাবৃষ্টি। তবে আগামী সপ্তাহে শীত একটু কমার সম্ভাবনা আছে।

জি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪ ডিসেম্বর থেকে ঘন কুয়াশায় দিল্লি। শনিবার সফদরজঙে তাপমাত্রা নেমে যায় ২.৪ ডিগ্রি সেলসিয়াসে।

পালাম, আয়ানগরে তাপমাত্রা নেমে যায় ৩.১ ও ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। আর সবাইকে চমকে দিয়ে লোধি রোডে ১.৭। ঘন কুয়াশার কারণে ভারতে বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেয়া হয়েছে। কুয়াশার কারণে প্রায় ২৪টি ট্রেন দেরি করেছে।

মধ্যপ্রদেশের উত্তরাংশেও হুহু করে ঢুকছে কনকনে ঠাণ্ডা হাওয়া। নাগপুর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে হাড়। একইসঙ্গে সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের সঙ্গে শিলাবৃষ্টিও ঝড়বে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে