রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩২:৪০

নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আ'টক

নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আ'টক

আন্তর্জতিক ডেস্ক : চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদে নামাজ আদায় করায় একদল মালয়েশিয়ান পর্যটককে আ'টক করেছে চীন। 'অনুমতি' না নিয়ে নামাজ পড়ায় তাদের আ'টক করা হয়। তবে ইতিমধ্যে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ওয়ার্ল্ড অব বাজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ছাড়া পাওয়ার পর মালয়েশিয়ায় ফিরে আট'ককৃতরা তাদের ভ'য়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা জানান, ছাড়া পাওয়ার পরও আমরা হ'তাশ ছিলাম কেননা মুসলিম হয়েও আমাদের নামাজ আদায় করার অধিকার কে'ড়ে নেয়া হয়েছিল।

ওই পর্যটকেরা এক ফেসবুক পোস্টে জানায়, প্রথমে তারা অত্যন্ত খুশী হয়েছিল কারণ একটি মসজিদে প্রবেশ করতে পেরে শান্তিতে নামাজ আদায় করতে পেরেছে। তবে এরপরেই ঘটে বিপত্তি।

নামাজ শেষ করেই তারা দেখতে পায় মসজিদের বাইরে চীনের স'শস্ত্র বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে আছে। পর্যটক দলের লিডার খির আরেফিন সেসময় তার দলের একজনকে যিনি মালয়েশিয়ান সংবাদ সংস্থা 'বারনামা'র সিনিয়র এডিটর তাকে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আরেফিন তাকে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা গেলে দূতাবাসে তা জানাতে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরপর মালয়েশিয়ান পর্যটক দলটিকে আ'টক করে একটি অজানা জায়গায় নিয়ে যায় চীনা পুলিশ। সেখানে একটি ব'ন্দি রুমে তাদের আট'কে রাখা হয়। তাদের সঙ্গে থাকা তাদের ট্যুর গাইড সেসময় চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এর কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।

আরেফিন বলেন, আমার মনে হয় আমাদের সঙ্গে মিডিয়া লোক থাকার কারণে তারা আমাদের ছেড়ে দিয়েছে। কেননা তারা চায় নি উইঘুরের পরিস্থিতির বিষয়টি বিশ্ব জানুক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে