রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৯:০০

বেছে বেছে মুসলিম পরিবারে হা'মলা চালাচ্ছে পুলিশ : মানবাধিকার কর্মীদের দাবি

বেছে বেছে মুসলিম পরিবারে হা'মলা চালাচ্ছে পুলিশ : মানবাধিকার কর্মীদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবা'দ বিক্ষো'ভ সামাল দেওয়ার নাম করে মুসলিমদেরই বেছে বেছে আ'ক্র'ম'ণ করছে উত্তরপ্রদেশ পুলিশ। এমনই অভিযোগ আনলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের মানবাধিকার কর্মীরা। 

জন দয়াল, কবিতা কৃষ্ণ এবং হর্ষ মান্দার নামের ওই মানবাধাকির কর্মীদের দাবি, রাজ্যজুড়ে যে স্বতঃস্ফূর্ত প্র'তিবা'দ বেড়ে উঠছে, তার ব'হিঃপ্রকাশ বেশিরভাগ সময়েই হিং'সা'ত্মক নয়। কিন্তু মুসলিমদের উপর এই অ'ত্যা'চারের কারণেই এত হিং'সার ঘটনা ঘটছে।

এই দাবির সপক্ষে বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। যদিও এই অ'ভিযো'গ নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ কোনও মন্তব্য করেনি। কবিতা কৃষ্ণ একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। 

তিনি দাবি করেছেন, উত্তরপ্রদেশ পুলিশের স'শ'স্ত্র দল এবং ব়্যাফ রী'তিমতো পোশাক পরে দা'ঙ্গা বাঁ'ধিয়েছে। মুসলিমদের বাড়ির ভিতরে ঢুকে ভা'ঙচুর চালিয়েছে তারা। মুসলিমদের দেশের বাইরে তা'ড়িয়ে দেওয়ার হু'ম'কি দিয়েছে চিত্‍কার করে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে