রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:১৬:৩৮

নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারে নেমে জনতার হাতে পি'টুনি খেলেন বিজেপি নেতা

নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারে নেমে জনতার হাতে পি'টুনি খেলেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন এবং এনআরসির বি'রু'দ্ধে ক্ষো'ভে ফুঁ'সছে গোটা দেশ। বিগত দু'‌সপ্তাহ ধরে অ'গ্নিগ'র্ভ যোগীর রাজ্য। বিজেপির '‌বিভাজন-মূলক' নীতির বিরো'ধিতায় সরব সমাজের সব স্তরের মানুষ।‌ 

এবার নতুন আইন এবং এনআরসির উপকারিতা বোঝাতে গিয়ে সাধারণ মানুষের হাতেই মা'র খেলেন বিজেপি নেতা। ঘটনাটি ঘটে শুক্রবার উত্তরপ্রদেশের আম্রোহা জেলার লাকাদা মহল্লা অঞ্চলে। 

সাধারণ মানুষকে নতুন আইন এবং এনআরসির উপকারিতা সম্পর্কে বোঝাতে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাবে বিজেপি, এমনই সিদ্ধান্ত নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সেই মতোই ওই অঞ্চলে গিয়েছিলেন জেলার সংখ্যাল'ঘু মোর্চার সাধারণ সম্পাদক মুরতাজা আঘা কাজমি।

মানুষের সঙ্গে কথা বলতে। নতুন আইনের সুবিধাবোঝাতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তখনই এলাকার মানুষ ক্ষেপে গিয়ে বে'ধড়'ক মারে বিজেপির ওই নেতা। ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান মুরতাজা।

‌সিএএ এবং এনআরসি ভারতে বসবাসকারী মুসলিম অধিকার ছিনিয়ে নেবে না, সাধারণ মানুষ যেন এই আইনের প্রতিবাদ না করেন'‌- এই বলে শুরু করেছিলেন বিজেপি নেতা। তখনই তার ওপর ঝাপিয়ে পড়েন রাজা আলি নামে এক স্থানীয় ব্যক্তি। 

রাজা আলি ও তার সঙ্গীদের হাতে বে'ধ'ড়'ক মার খেয়ে ওই এলাকা ছাড়েন তিনি। পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি। পুলিশ রাজা আলিকে গ্রেফতার করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে