সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ০১:৪০:৪৩

মুসলমানদের ঘৃ'ণা করেন নরেন্দ্র মোদি : আসাদুদ্দিন ওয়াইসি

মুসলমানদের ঘৃ'ণা করেন নরেন্দ্র মোদি : আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার এনআরসি ও সিএএ প্রয়োগ করে দেশের মধ্যে একটি বিভেদ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সোমবার (৩০ ডিসেম্বর) সংশোধিত নাগরিত্ব আইনের বিরোধিতায় বিহারের কিষানগঞ্জে এক জনসভায় এ কথা বলেন তিনি। সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আ'ক্রমণ করার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমা'রকে এনডিএ সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জা‌নান ওয়াইসি।

তিনি বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ সামান্য রাজনীতিবিদ নন। নীতীশ কুমা'র, আপনি এদের সঙ্গ ছাড়ুন। বিজেপির থেকে নিজেকে পৃথক করে নিন। আম'রা সবাই আপনাকে সম'র্থন করব। বিহারে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের জন্য বিজেপি ছেড়ে দিন।

ওয়াইসি অ'ভিযোগ করে বলেন, এই আইনের মাধ্যমে নরেন্দ্র মোদির সরকার বাবাসাহেব আম্বেদকর ও ড. রাজেন্দ্র প্রসাদের স্বপ্নকে ধ্বং'স করছে। নরেন্দ্র মোদি মু'সলমানদের ঘৃ'ণা করেন-এই অ'ভিযোগ এনে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, বিহারের মু'সলমানরাও স্বাধীনতা আ'ন্দোলনে শহীদ হয়েছিলেন। বাবাসাহেব আম্বেদকর সংবিধা‌ন নির্মাণের সময় জানিয়েছিলেন, এই দেশ কোনও একটি নির্দিষ্ট ধ'র্মের মানুষদের নয়, সমস্ত ধ'র্মের জন্য।

ওয়াইসি আরও বলেন, এটা কেবল মু'সলমানদেরই নয়, ১৩০ কোটি মানুষের সমস্যা। এটাকে আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে