সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৫:২৫

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আ'গুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আ'গুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আ'গু'ন। সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন দিল্লীর ৭ নম্বর লোক কল্যাণ মার্গ রাত আট নাগাদ আ'গু'ন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পৌঁছেছে। আ'গু'ন লাগার কারণ এখনও জানা যায়নি।

তবে কীভাবে ক'ঠো'র সুর'ক্ষা বহলে থাকা প্রধানমন্ত্রীর বাসভবনে আ'গু'ন লাগল তার কারণ অনুস'ন্ধা'ন করা হচ্ছে। বাইরে থেকে প্রাথমিকভাবে ছোট আ'গু'ন বলে মনে করা হচ্ছে। কোনও হ'তাহ'তের খবর নেই। 

তবে খবর ছড়িয়ে পড়ার পরেই পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আ'গু'ন লেগেছে সেটি প্রধানমন্ত্রী বাসবভন নয়, এমনকী তার অফিসও নয়। যেখানে আ'গু'ন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের এসপিজি রিসেপশন এরিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে