সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮:০৭

ভারতে এসে নিজে গ্রামের বাড়ি গেলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

ভারতে এসে নিজে গ্রামের বাড়ি গেলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : রোববার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর স্বপরিবারে ঘুরতে এলেন তার পিতৃভিটায়। ২০১৭ সালের জুন মাসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে শপথ নেন তিনি। তারপর এই প্রথমবার ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভান তহশিলের ভারাদ গ্রামে এলেন লিও ভারাদকর।

মুম্বাই শহর থেকে প্রায় ৫০০ কিমি দূরে অবস্থিত এই গ্রাম। লিও ভারাদকরের বাবা অশোক ভারাদকর ছিলেন পেশায় ডাক্তার। ১৯৬০-এর দশকে তিনি ইউকে পাড়ি দেন। গ্রামের মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার পর গ্রামের মন্দিরেও যান আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। 

একটি সাক্ষাত্‍কারে তিনি জানান, ‘মা-বাবা, আমার বোনরা এবং তাদের স্বামীদের সঙ্গে আমি ও আমার স্ত্রী এসেছি। নাতি নাতনিরাও এসেছে। এক দারুণ পারিবারিক সময় কাটাতে পারছি আমরা। আমার ঠাকুরদার বাড়িতে একসঙ্গে তিন পুরুষ রয়েছি।’

তার এই সফর একান্তই ব্যক্তিগত ছিল। তবে আগামী দিনে সরকারি সফরে নিজের রাজ্য এবং গ্রামে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাসে পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তার পক্ষে পড়ে ৫৭ এবং বিপক্ষে পড়ে ৫০ টি ভোট। ৪৭ জন ভোটদানে বিরত ছিল। প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে কয়েকটি রেকর্ড গড়ছেন ভারাদকার। 

আর তা হচ্ছে, ৩৮ বছর বয়স্ক ভারাদকার আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। আয়ারল্যান্ডের প্রথম অভিবাসী প্রধানমন্ত্রীও তিনি। তাছাড়া, সেখানকার ইতিহাসে তিনিই প্রথম প্রকাশ্য স'মকা'মী প্রধানমন্ত্রী।

ভারাদকার আয়ারল্যান্ডের ক্ষ'ম'তাসীন ফাইন গায়েল পার্টির নেতা নির্বাচিত হওয়ার ১০ দিন পরই পার্লামেন্ট তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করে। ছয় বছর ধরে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী থাকা এন্ডা কেনি পদত্যাগের পর ভারাদকারকে এ পদে মনোনীত করেছিলেন। 

কে এই ভারাদকার?

ভারাদকারের বাবা অশোক ভারাদকার পেশায় একজন ডাক্তার এবং মা একজন আইরিশ নার্স। অশোক ১৯৭০ এর দশকে আয়ারল্যান্ডে যান। তার ছেলে লিও ভারাদকার নিজেও একজন ডাক্তার। মাত্র ২২ বছর বয়সে তিনি রাজনীতিতে যোগ দেন।

এরপর ২০০৭ সালে ২৪ বছর বয়সে তিনি ডাবলিন ওয়েস্ট আসন থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৫ সালে স'মকা'মী বিয়ে নিয়ে আয়ারল্যান্ডে গণভোটের কিছুদিন আগে আইরিশ জাতীয় সম্প্রচারমাধ্যমে এক সাক্ষাতকারে লিও ভারাদকার প্রকা'শ্যেই স্বীকার করেন যে তিনি স'মকা'মী।

আর্থ-সামাজিক নানা বিষয়ে তার দৃ'ষ্টিভ'ঙ্গির বি'চারে ভারাদকার একজন মধ্য-ডান রাজনীতিবিদ হিসাবেই গণ্য। ফাইন গায়েল পার্টির উদীয়মান রাজনীতিবিদ হিসাবে ভারাদকার আয়ারল্যান্ডের পরিবহন, পর্যটন ও ক্রীড়া, স্বাস্থ্য এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে