সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৪:১৮

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নুরুদ্দিন জায়েদ নির্বাচিত

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নুরুদ্দিন জায়েদ নির্বাচিত

ইসলাম ডেস্ক : এবার ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের মুকাদ্দামাতুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর সোমবার ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হন।

এদিকে আগামী এপ্রিল থেকে মে মাসে ইরানের ঐতিহাসিক ও পবিত্র নগরী মাসহাদে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, বিচারকমণ্ডলী ও কারীদের উপস্থিতিতে শতাধিক দেশের কারী ও হাফেজগণ উক্ত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

জানা যায়, ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে নুরুদ্দিন জায়েদ ওস্তাদ শাইখ আবু তাহের গুলজারী ও ওস্তাদ আলি রেজা পরিচালিত টঙ্গীর বিশ্বসেরা হিফজ মাদ্রাসা মুকাদ্দামাতুল কোরআন হিফয মাদরাসার ছাত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে