আন্তর্জাতিক ডেস্ক : মাত্র পাঁচ কিলোমিটার পথ ভ্রমন করতে হেলিকপ্টার ভাড়া করেছেন অর্থমন্ত্রী। তবে এই ভ্রমন ভো'গ-বিলাসিতার জন্য নয়; মুসলিমবিদ্বে'ষী নাগরিকত্ব আইনের বিরু'দ্ধে নামা আন্দোল'নকারী জনতার রো'ষালন থেকে বাঁ'চতে হেলিকপ্টারের দার'স্থ হয়েছেন তিনি।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের আসাম রাজ্যে। আর হেলিকপ্টারে উড়ে যাওয়া সেই অর্থমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর বরাতে জানা যায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমএলএ রাজেন বোরঠাকুরের শেষকৃ'ত্যে অংশ নিতে বের হয়েছিলেন মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু পথেই দেশটিতে সম্প্রতি পাস হওয়া মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরু'দ্ধে নামা আন্দোল'নকারীরা রাস্তায় আট'কে দেন। এ সময় বিক্ষো'ভকারীদের রো'ষানল এড়া'তে তিনি হেলিকপ্টারে উড়ে গিয়ে গন্তব্যে পৌঁছেন।