আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিক'ম্পে কেঁ'পে উঠল উত্তর ভারত। ক'ম্প'ন অনুভুত হয় জন্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে। জানা গিয়েছে, কম্পনের উত্সস্থল কাশ্মীর। এখনও কোনও হ'তাহ'ত বা ক্ষ'য়ক্ষ'তির খবর পাওয়া যায়নি।
সোমবার রাতে হঠাতই কেঁপে ওঠে বারামুল্লা জেলা। হাড় কাঁ'পানো ঠা'ণ্ডা'য় উপত্যকায় ভূমিক'ম্পে ক্ষ'য়ক্ষ'তির আ'শ'ঙ্কা করা হচ্ছে। রিকটার স্কেলে ৫.৪ মাত্রায় ক'ম্প'ন অনুভূত হয়।
ভারতের কাশ্মীরের বারামুল্লা জেলায় সবচেয়ে বেশি ক'ম্প'ন অনুভূত হয়। সেখানে ক্ষ'য়ক্ষ'তির আ'শ'ঙ্কা করা হচ্ছে।